Canvas Logo

রাজাপুর উচ্চ বিদ্যালয়

স্থাপিত-১৯৫৬ খ্রীঃ

ডাকঘরঃ রাজাপুর হাট,উপজেলাঃ বড়াইগ্রাম,নাটোর।

  • EIIN : 123910
  • Contact No: 01716-385446(Head Teacher)
  • Board Code:
  • Email address: rajapurhighschool@gmail.com
  • শিক্ষা জাতির মেরুদন্ড। একটি আদর্শ জাতি গঠনের প্রয়াসে অত্র রাজাপুর উচ্চ বিদ্যালয় ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়ে অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে।আমি প্রধান শিক্ষক হিসেবে বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারীগণকে নিয়ে একটি টিম ওয়ার্ক এর মাধ্যমে আমার প্রানপ্রিয় ছাত্র/ছাত্রীদের সৎ ও যোগ্য নাগরিক হিসেবে তৈরী করার প্রয়াস চালিয়ে যাচ্ছি।আমি সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমার সন্তানতুল্য ছাত্র/ছাত্রীরা যেন একটি বাস্তবমুখী আধুনিক শিক্ষা পায়। তারা যেন সত্যের পথে পরিচালিত হয়। সব পরিবেশে যেন নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। মহান মুক্তিযুদ্ধের চেতনাবুকে ধারণ করে সত্যিকারের একজন দেশ প্রেমিক নাগরিক হতে পারে, সে চেষ্টা আমি ও আমার সকল শিক্ষক মন্ডলী চালিয়ে যাচ্ছি। এছাড়াও আমাদের শিক্ষার্থীরা যেন তথ্য প্রযুক্তির দিক দিয়ে পিছিয়ে না পড়ে সে চেষ্টাও অব্যাহত রাখছি। প্রতিষ্ঠান প্রধান হিসাবে বিদ্যালয়ের এস,এস,সি ও জে,এস,সি পরীক্ষার ফলাফল যেন আরও ভাল হয় এবং ভাল ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীরা ভাল যোগ্য মানুষ হয় সে চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিদ্যালয়ের লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও আমরা সর্বদা সচল। সর্বপরি আমি নিজেও এই বিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমার বাবা ও চাচা এই বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। এখন আমি শিক্ষক,সুতরাং এই বিদ্যালয়ের প্রতি আমার ভালবাসা একটু বেশি হওয়াই স্বাভাবিক এবং উচিৎও বটে । তাইতো আমি প্রতিষ্ঠানের প্রধান হিসাবে আমার সহকর্মী শিক্ষক,কর্মচারী ও সন্তানতুল্য ছাত্র/ছাত্রীদের নিয়ে এগিয়ে চলছি। তবে আমি নীতি নৈতিকতাকে বিসর্জন দিয়ে সস্তা জনপ্রিয়তার জন্য আমার ছাত্র/ছাত্রীদের অনৈতিক ভালো ফলাফলে বিশ্বাসি নই। আমি বিশ্বাস করি যোগ্যতা ও মেধায়।কারন অনৈতিকতা কখনো ভবিষ্যৎ সুন্দর করতে পারেনা –ডেকে আনবে সামনের দিন গুলিতে শুধুই পরাজয় আর আত্নগ্লানি। আমি চাই আমার স্নেহের ছাত্র/ছাত্রীগণ জীবনের প্রতিটা ক্ষেত্রে জয়লাভ করুক । পরিশেষে প্রতিষ্ঠান প্রধান হিসাবে শুধু বলতে চাই ,আমি দূর্নিতী করবনা,কাউকে করতেও দেবনা - আমি নৈতিকতা পরিপন্থী কোন কাজ করবোনা কাউকে করতেও দেবনা। আমি আমার ছাত্র/ছাত্রীদের সুন্দর আগামী তৈরী করতে চাই ,কাউকে নষ্ট করতেও দেবনা। রাজাপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষথেকে আপনাকে ধন্য বাদ। ধন্যবাদন্তে-এ.বি.এম আশরাফুল ইসলাম স্বপন,প্রধান শিক্ষক।রাজাপুর উচ্চ বিদ্যালয়,বড়াইগ্রাম,নাটোর।
    Ultra Responsive Design
    Unlimited Color Options
    Boxed & Wide Layout
    Bootstrap Components Compatible

    প্রধান শিক্ষক

    কোহেলী কুদ্দুস
    A.B.M. Ashraful Islam
    মোঃ আনিসুর রহমান খান পান্না

    Welcome to our School

    প্রধান শিক্ষকের বাণীঃ শিক্ষা জাতির মেরুদন্ড। একটি আদর্শ জাতি গঠনের প্রয়াসে অত্র রাজাপুর উচ্চ বিদ্যালয় ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়ে অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে।আমি প্রধান শিক্ষক হিসেবে বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারীগণকে নিয়ে একটি টিম ওয়ার্ক এর মাধ্যমে আমার প্রানপ্রিয় ছাত্র/ছাত্রীদের সৎ ও যোগ্য নাগরিক হিসেবে তৈরী করার প্রয়াস চালিয়ে যাচ্ছি।আমি সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমার সন্তানতুল্য ছাত্র/ছাত্রীরা যেন একটি বাস্তবমুখী আধুনিক শিক্ষা পায়। তারা যেন সত্যের পথে পরিচালিত হয়। সব পরিবেশে যেন নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। মহান মুক্তিযুদ্ধের চেতনাবুকে ধারণ করে সত্যিকারের একজন দেশ প্রেমিক নাগরিক হতে পারে, সে চেষ্টা আমি ও আমার সকল শিক্ষক মন্ডলী চালিয়ে যাচ্ছি। এছাড়াও আমাদের শিক্ষার্থীরা যেন তথ্য প্রযুক্তির দিক দিয়ে পিছিয়ে না পড়ে সে চেষ্টাও অব্যাহত রাখছি। প্রতিষ্ঠান প্রধান হিসাবে বিদ্যালয়ের এস,এস,সি ও জে,এস,সি পরীক্ষার ফলাফল যেন আরও ভাল হয় এবং ভাল ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীরা ভাল যোগ্য মানুষ হয় সে চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিদ্যালয়ের লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও আমরা সর্বদা সচল। সর্বপরি আমি নিজেও এই বিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমার বাবা ও চাচা এই বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। এখন আমি শিক্ষক,সুতরাং এই বিদ্যালয়ের প্রতি আমার ভালবাসা একটু বেশি হওয়াই স্বাভাবিক এবং উচিৎও বটে । তাইতো আমি প্রতিষ্ঠানের প্রধান হিসাবে আমার সহকর্মী শিক্ষক,কর্মচারী ও সন্তানতুল্য ছাত্র/ছাত্রীদের নিয়ে এগিয়ে চলছি। তবে আমি নীতি নৈতিকতাকে বিসর্জন দিয়ে সস্তা জনপ্রিয়তার জন্য আমার ছাত্র/ছাত্রীদের অনৈতিক ভালো ফলাফলে বিশ্বাসি নই। আমি বিশ্বাস করি যোগ্যতা ও মেধায়।কারন অনৈতিকতা কখনো ভবিষ্যৎ সুন্দর করতে পারেনা –ডেকে আনবে সামনের দিন গুলিতে শুধুই পরাজয় আর আত্নগ্লানি। আমি চাই আমার স্নেহের ছাত্র/ছাত্রীগণ জীবনের প্রতিটা ক্ষেত্রে জয়লাভ করুক । পরিশেষে প্রতিষ্ঠান প্রধান হিসাবে শুধু বলতে চাই ,আমি দূর্নিতী করবনা,কাউকে করতেও দেবনা - আমি নৈতিকতা পরিপন্থী কোন কাজ করবোনা কাউকে করতেও দেবনা। আমি আমার ছাত্র/ছাত্রীদের সুন্দর আগামী তৈরী করতে চাই ,কাউকে নষ্ট করতেও দেবনা।

    About our School

    সভাপতির বাণীঃ রাজাপুর উচ্চ বিদ্যালয় ,নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার ৬ নং গোপালপুর ইউনিয়নের রাজাপুর বাজারের দক্ষিণে কমলা নদীর তীরে অবস্থিত। ঐতিহ্য আর ফলাফলে রাজাপুর উচ্চ বিদ্যালয়ের ধারাবাহিক সাফল্য ,বিদ্যালয়টি নাটোর জেলা তথা গোটা উত্তর বঙ্গের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হওয়ায় আমি গর্বিত।আমি আশা করি রাজাপুর উচ্চ বিদ্যালয় মুক্তি যুদ্ধের চেতনা আর অসাম্প্রদায়িক অবস্থান কে বুকে ধারন করে একটি আত্নমর্যাদাশীল,সুখি সমৃদ্ধএবং সৃজনশীল জাতি গঠনে বলিষ্ঠ ভুমিকা পালন করবে। আমি রাজাপুর উচ্চ বিদ্যালয়ের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।